অব্যাবস্থাপনাভৌগলিক
বিজিবি কর্তৃক সাতক্ষীরা লাবসা বাইপাস এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা

স্টাফ রিপোর্টার, অপরাধ বিচিত্রা
এপ্রিল ২০, ২০২৫
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির টহলদল সাতক্ষীরা লাবসা বাইপাস এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১টি ট্রাকসহ প্রায় ৯ কোটি টাকা মূল্যের উক্ত ২,২৬১ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৮,৯৯১ গজ টিস্যু জর্জেট থান কাপড়, ২,১০০ কেজি পোস্তদানা, ৮০০ কেজি জিপসাম পাউডার, ৮,৬৩৭ কেজি সিরামিক পাউডার জব্দ করতে সক্ষম হয়েছে।
সূত্র: Border Guard Bangladesh (BGB)