নারী সংস্থার কমিশন ও তাদের সুপারিশ ইসলাম বিরোধী

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ
ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট খায়রুল আহসান এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত নারী সংস্কার কমিশন বেশিরভাগ নাস্তিক্যবাদী লোকদের দ্বারা গঠিত। নারী সংস্কার কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বরাবর তাদের সুপারিশ জমা দিয়েছে। উক্ত সুপারিশে অভিন্ন পারিবারিক আইন করে এর মাধ্যমে সকল ধর্মের নারীদের বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার দিতে বলা হয়েছে।
তিনি বলেন, নারী সংস্থার কমিশনের সুপারিশমালা সম্পূর্ণ ইসলামী শরিয়াহ বিরোধী এবং কুরআন ও সুন্নাহ বিরোধী। উক্ত সুপার কোনক্রমেই গ্রহণযোগ্য নয় এবং এদেশের তৌহিদী জনতা উক্ত সুপারিশের ভিত্তিতে কোন আইন করলে এটা মেনে নিবে না। তিনি উক্ত সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি নারী সংস্কার কমিশন বাতিল করে এবং তাদের প্রস্তাবিত সুপারিশমালা জরুরী ভিত্তিতে বাতিল বলে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য দাবি জানান এবং অন্তর্বর্তী সরকার কোরআন এবং সুন্নাহ বিরোধী কোন আইন প্রণয়ন করবে না মর্মে জনগণের সামনে প্রকাশ্যে অঙ্গীকার ব্যক্ত করার আহবাদ জানান।