সংগঠন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরো দশজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরো দশজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। যুবলীগের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৬) ২। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ফয়সাল হোসেন রকি (১৯) ৩। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজী (৬৩) ৪। বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ চাঁন মিয়া (৬০) ৫। উত্তরখান থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জয়দেব চন্দ্র দাস (৫০) ৬। উত্তরখান থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ শিপন সরকার (৩৩) ৭। ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: আবু হানিফ (৪৫) ৮। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (৫১) ৯। যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. তাওহিদুল ইসলাম (২৯) ও ১০। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিন শিকদার (৩০)।

ডিবি সূত্রে জানা যায়, ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় সূত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেন তোফায়েলকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই সময়ে কাফরুল থানা এলাকা হতে মো: ফয়সাল হোসেন রকিকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

ডিবি সূত্রে আরো জানা যায়, একই তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকায় মতিঝিল থানা এলাকা থেকে হেলাল উদ্দিন মিয়াজীকে গ্ৰেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি টিম এবং রাত ০৯.০০ ঘটিকায় বংশাল থানা এলাকা হতে মোঃ চাঁন মিয়াকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। এছাড়া উক্ত তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় উত্তরখান এলাকা হতে জয়দেব চন্দ্র দাসকে এবং রাত ১০:০০ ঘটিকায় মোঃ শিপন সরকারকে ডিবি-উত্তরা বিভাগের পৃথক টিম কর্তৃক গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র আরো জানায়, ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ০৯:০০ ঘটিকায় ভাষানটেক থানা এলাকা থেকে মো: আবু হানিফকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম এবং রাত ১১:৩০ ঘটিকায় মোহাম্মদপুর এলাকা হতে নূরে আলম সিদ্দিকী হককে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের টিম। অন্যদিকে ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ১১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা হতে মোঃ তাওহিদুল ইসলামকে এবং রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় কাজলা ব্রীজ এলাকা হতে রবিন শিকদারকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button