এক্সক্লুসিভ

নির্বাচন নয়, বিপ্লবী সরকার গঠনের জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান

জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনেরব সভাপতি অধ্যাপক এমএ বার্ণিক এক বিবৃতিতে তড়িঘড়ি করে নির্বাচনের দাবিকে নাকচ করে, যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণাপূর্বক বিপ্লবী সরকার গঠনের জন্য জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃবর্গের প্রতি আহ্বান জানিয়েছেন। বিপ্লবের অগ্রসেননীরা জাতিগঠনের দায়িত্ব না-নিয়ে, দলগঠনের ব্যাপৃত হওয়া অজ্ঞাতপ্রসূত কাজ বলে তিনি মনে করেন।
ন্যায়নিষ্ঠ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে অধ্যাপক বার্ণিক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার, ৯ মাসেও, শহিদদের জাতীয় বীরের স্বীকৃতি না-দেয়া, নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে ব্যর্থতা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ না-করা, সাহায্য সহযোগিতার দৃশ্যমান অগ্রগতি না-হওয়া, শহিদদের কবর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ না-করা, এবং নিহত ও আহতদের পরিবারগুলোর প্রতি অবহেলার চিত্র দেখে দেশবাসী লজ্জিত। তাঁর মতে, উপরোক্ত কাজগুলোর সাথে গণহত্যার বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে একাধিক ট্রাইবুনাল ও বেঞ্চ গঠনের কাজও অন্তর্বর্তী সরকার করতে পারেনি। অথচ এই সরকার রাজনৈতিক দলের নির্বাচনের দাবি মিটাতেই ব্যস্ত হয়ে পড়েছে। এমন কি, নির্বাচন দিয়ে সরে যাওয়ার কথাও জানিয়ে দিয়েছে।
তিনি সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, ড. মুহম্মদ ইউনুসকে রাজনৈতিক দলের কেউ ডেকে এনে ক্ষমতায় বসায়নি, বসিয়েছেন গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দ। তাই গণ-অভ্যুত্থানের মূলদাবিগুলো পূরণ করাই অন্তর্বর্তী সরকারের মূল কাজ হওয়া বাঞ্ছনীয়।
এমতাবস্থায় অপেক্ষার সময় নেই বলে উল্লেখ করে তিনি জুলাই বিপ্লবের নেতৃবর্গ এগিয়ে আসার এবং ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করে দেশগড়ার দায়িত্ব তাদের হাতে নেয়ার আহ্বান জানান।
আপাত দলীয় কাজ স্থগিত করেই জাতীয় গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দকে বিপ্লবী সরকার গঠন ও পরিচালনার পরামর্শ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button