রাজনীতি

মধুখালীর শান্তিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি নাসিরুল ইসলাম

মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দিনমজুর মোঃ সুজন শেখ ও আহম্মেদ শেখের বাড়িতে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনায় তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, পেঁয়াজ, রসুন, ধান, চাল, একটি গাভী গরু ও দুটি ছাগল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা, কম্বল ও ব্যবহারের কাপড় প্রদান করেন।

সাবেক এমপি নাসির বলেন, “এই দুঃসময়ে সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটির সবকিছু পুড়ে গেছে, আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।”

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, মধুখালী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রার্থী আসাদুজ্জামান মোল্যা, ইউপি সদস্য সেলিম শিকদার, বিএনপি নেতা জাকির প্রমুখ।ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারি সহায়তা পায়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button