অব্যাবস্থাপনা

গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের পাশে গ্রীন সুইচ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট হতে সাবধান

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশন স্টেশন রোডের টঙ্গী মডেল থানাধীন এর পাশে গ্রীন সুইচ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর বাসি, দুর্গন্ধ জনিত, ছানা মিষ্টি ও মরা মুরগি  খাওয়ানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ জানুয়ারি অপরাধ বিচিত্রায় ৩৯ নং পাতায় গাজীপুর টঙ্গী  গ্রীন সুইচ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর বিরুদ্ধে না না অভিযোগ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

কিছুদিন আগে অপরাধ বিচিত্রার পত্রিকার টঙ্গী ব্যুরো প্রধান ও জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন টঙ্গী গাজীপুরের সভাপতি মোঃ শাহজাহান হাসান তার ছেলে মোঃমইনুদ্দিন হোসেন সিয়াম তার স্ত্রীর জন্য গ্রীন সুইচ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে ১ কেজি ছানা মিষ্টি কিনার জন্য পাঠান। কিন্তু ঐ ছানা মিষ্টি তাহার ছেলে ও আর স্ত্রী খাওয়ার দুই ঘন্টা পর প্রচন্ড পেটব্যথা,বমি ও পাতলা পায়খানা শুরু হয়।

তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টের মালিক সুশীল ঘোষের দোকানে নিয়ে যাওয়া হয়। রেস্টুরেন্টের মালিক সে বলে একটু সমস্যা যখন হয়েছে আপনি আরো ৩ কেজি মিষ্টি নিয়ে যান। তখন সাংবাদিক মোঃ শাহজাহান হাসানের ছেলে বলে একটা ছানা মিষ্টি খেয়েই আমি ও আমার আম্মুর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে আবার আপনি ৩ কেজি মিষ্টি দিতে চাচ্ছেন এমন কি বলে কোন টাকা দিতে হবে না, এরকম কত সাংবাদিক আমার রেস্টুরেন্টে ফ্রি খাওয়ানো খাওয়াচ্ছি তখন সাংবাদিকের ছেলে বলে আপনার মিষ্টি লাগবে না বলে চলে আসে।

তখনই এই ঘটনা জানতে পেরে অপরাধ বিচিত্রার অনুসন্ধানী দল তাহার দোকানে ও মিষ্টির কারখানা প্রবেশ করতে গেলে সুনীল ঘোষের ম্যানেজার ও তার রেস্টুরেন্টের কিছু কর্মচারী সহ বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির লোকজন সাংবাদিক মোঃ জাকির হোসেন এবং দেবাশীষ দাদা কে অকথ্য ভাষায় গালিগালাজ ও চাঁদাবাজি করতে আসছেন বলে হুমকি দিতে থাকে তাৎক্ষণিকভাবে সাংবাদিক জাকির সাহেব অপরাধ বিচিত্রার ব্যুরো প্রধান কে ফোন করে বলে আপনি নাকি গ্রীন সুইচ এর মালিকের কাছে চাঁদা চেয়েছেন এ কথা শুনে তাৎক্ষণিকভাবে টঙ্গী ব্যুরো প্রধান সহ সাংবাদিক জাকির সাহেব টঙ্গী মডেল পূর্ব থানায় ফোন করে তখন পুলিশ প্রশাসন নিয়ে  রেস্টুরেন্টের মালিক সুনীল ঘোষের রেস্টুরেন্টেএস আই হুমায়ুন সাহেব কে নিয়ে  সাংবাদিকরা প্রবেশ করা হয় এবং সব এসআই হুমায়ুন সাহেব কে খুলে বললে সে বলে আপনারা এটা বাড়াবাড়ি না করে সমঝোতা চলে আসুন তাহলে মনে হয় ভালো হবে আর যদি সমঝোতা না আসেন তাহলে উভয়পক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারিবেন সকলেই এ কথা বলে গ্রীন সুইচ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে।

রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পরেই সুনীল ঘোষের কিছু লালন কৃত সন্ত্রাসী প্রকৃতির লোকজন সাংবাদিকদের খারাপ ভাষায় মা মাসি তুলে গালিগালাজ সহ প্রান নাসের হুমকি এবং অপরাধ বিচিত্রার ব্যুরো অফিস আজকের মধ্যেই ভেঙ্গে ঘুরিয়ে দিবে বলে হুমকির প্রদর্শন করতে থাকে।এ ব্যাপারে অপরাধ বিচিত্রার প্রকাশ ও সম্পাদক এবং জাতীয় ভেজার প্রতিরোধ ফাউন্ডেশন ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজিও)র চেয়ারম্যান হাজী এস এ মোরশেদ সাহেবের নিকট সব খুলে বলা হয়।

পরেপত্রিকার প্রকাশক ও সম্পাদক সাহেব বলেন আপনারা একটি লিখিত অভিযোগ করে সরাসরি মতিঝিল মূল কার্যালয় চলে আসুন। তারপর আমরা সকলেই অপরাধ বিচিত্রার মূল কার্যালয়ে যাই। যাওয়ার পরে হকল বিস্তারিত ঘটনা খুলে বলার  পরে সম্পাদক সাহেব রেস্টুরেন্টের মালিক ও তার সাথে যারা ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট (এফবিজেও)এর মাধ্যমে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের বলে। তাই অতি শীঘ্রই গ্রীন সুইচ এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর মালিক সহ যারা যারা জড়িত সকলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি সহ সাংবাদিক  সম্মেলন করা হচ্ছে।

বিস্তারিত আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য অপরাধ বিচিত্রার মূল কার্যালয়ে এসে পৌঁছিয়েছে রেস্টুরেন্টের মালিক  কিভাবে মরা মুরগি, বাসি, পচা খাবার ওপেন বিক্রি করছে অপরাধ বিচিত্রার অনুসন্ধানী দল অনুসন্ধান অব্যাহত রেখেছে পরবর্তীতে সচিত্র প্রতিবেদন সহ ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button