ইসলাম ধর্ম

ইসলামিক ইনটেলেকচুয়াল ফোরামের’রাষ্ট্রে সংস্কারে আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শাইওরী চৌধুরীঃ আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে ও জাফর সালেহীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ইঞ্জি, মাহমুদুর রহমান।

এসময় নেতৃবৃন্দ ১২টি দাবী তুলে ধরেন।

দাবিগুলো হলো-

১. দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় স্রষ্টার আইনে রাষ্ট্র মেরামতে ল” কমিশন ঢেলে সাজানো একান্ত অপরিহার্য..

২. নারী কমিশনে একতরফা অনৈতিক সুবিধা নিতে ইসলামের মিরাসী আইনে হাত দিয়েছে যা কোন মুমিন মানতে পারে না এবং সমকামিতা ও অবাধ যৌনাচারের সুযোগ সৃষ্টি করতে যৌনকর্মে উৎসাহিত করে মুসলিম সভ্যতা ধ্বংসের পায়তারা চালিয়েছে কাজেই
এই কমিশন বাতিল করতে হবে

৩. পরকালের জবাবদিহিতার আলোকে মানবতার সেবা ও সমাজ বিনির্মানে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়েজন

৪. দেশের সকল সেক্টর ও সর্বত্র ন্যায় বিচার কায়েম দেশের উন্নয়নে স্কলার আলেমদের নিযুক্ত করা আবশ্যক

৫. চুরি ডাকাতি সুদ মুষ খুন রাহাজানিসহ সকল পর্যায়ে দুর্নীতি অনিয়মের বন্ধ করতে আল্লাহ প্রদত্ত আইনের প্রয়োগ ছাড়া বিকল্প নাই বিদেশি প্রভুদের গোলামী মুক্ত রাজনীতি চাই,, মনে রাখতে হবে। সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক

৬. ৭. সকল যুবকদের যোগ্যতা অনুসারে কর্মসংস্থান সৃষ্টি, স্বল্প খরচে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা এবং বিনা সুদে ক্ষুদ্র ঋন প্রকল্প চালু

৮. শ্রমিকদের ন্যয্য পাওনা / অধিকার নিশ্চিত করে মালিক শ্রমিক সম্পর্ক হতে হবে সামঞ্জস্যপূর্ন

৯. চিকিৎসা ব্যবস্থাকে বানিজ্য মুক্ত করে সেবার আওতায় আনতে হবে

১০. শিক্ষা নীতিমালা হবে দ্বীন ও আধুনিক প্রযুক্তির অনন্য সমন্বয়

১১. সকল গনহত্যার বিচার ও জুলাই বিপ-বে বীর শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আহত/ ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা লাগবে

১২. নির্বাচন কমিশনের সংস্কার জরুরি, যেনতেন জনসমর্থনহীন দলের নিবন্ধন নয়: প্রক্রিয়াও সহজীকরন করতে হবে,, প্রয়োজনীয় সংস্কার শেষে যতদ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে.

এসময় দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান ড. আবুল হাসান মু. সাদেক, ইসলামিক স্কলার  শিব্বির মাহমুদ, মাওলানা  আসিফ মাহতাব প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button