এক্সক্লুসিভ

তেঁতুলিয়ায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি রঞ্জু, সম্পাদক শাহীন

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছর পর দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলা শহরের তেঁতুলিয়া অডিটরিয়ামে কাম কমিউনিটি সেন্টার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির শাহাদৎ হোসেন রঞ্জু সভাপতি ও রেজাউল করিম শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া, দু’টি সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক (কাবুল) নির্বাচিত হয়েছেন।

সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির নাম ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী  উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ ফরহাদ হোসেন আজাদ। চার সদস্যের এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

জানা যায় সম্মেলনে নির্বাচনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দুটি পদের বিপরীতে মোট চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। তবে এই চার পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বিত প্রার্থী না থাকায় ডেলিগেট, কাউন্সিলরদের উপস্থিতিতে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

শুক্রবার বিকেলে তেঁতুলিয়া অডিটরিয়ামে কাম কমিউনিটি সেন্টার চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সেখানে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। পরে কমিউনিটি সেন্টার মাঠে তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অডিটরিয়াম চত্বরে জড়ো হন।

তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে প্রথম অধিবেশনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী  উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ¦ ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক ও অধ্যাপক মো. আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রিনা পারভীন সহ পঞ্চগড় জেলা বিএনপির সকল যুগ্ম আহবায়কবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির সকল অঙ্গ সংগঠনগুলো।

উল্লেখ্য গত ২০০৯ সালে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সম্মেলনে মহসিন প্রধান সভাপতি ও রেজাউল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে আগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়। শাহাদৎ হোসেন এ কমিটিতে আহ্বায়ক ও রেজাউল করিম সদস্যসচিব ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button