২১ দফা দাবির বাস্তবায়নে রংপুরে সাংবাদিকদের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাকির হোসেন সুজনঃ রংপুরে (১১মে রবিবার )২০২৫ ইং খ্রিষ্টাব্দে ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ডাকে আজ রংপুরে
দুপুর ১২ টায় রংপুর পাবলিক লাইব্রেরী রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, বেতন কাঠামো, পেশাগত স্বাধীনতা, এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব আশরাফ খান কিরণ জাতীয় সাংবাদিক সংস্থার
আহ্বায়ক রংপুর বিভাগ, রংপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজেদুর রহমান সাজু সহকারী সচিব জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকা। আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে জনাব শিপন আলী সহকারী দপ্তর সচিব জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা। আলোচনা সভার সঞ্চালনা করেন মোঃ তারেক বাপ্পি সদস্য সচিব রংপুর বিভাগ জাতীয় সাংবাদিক সংস্থা। রংপুর বিভাগের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন। সভায় বক্তাব্বে বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়ে এই ২১ দফা দাবি শুধু একটি কাগুজে পরিকল্পনা নয়, বরং এটি বাস্তব পরিস্থিতি থেকে উঠে আসা জরুরি প্রয়োজন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হয়।” সভা শেষে সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয় এবং ২১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কিছু পয়েন্ট হলো গণমাধ্যম কর্মী সুরক্ষা আইন কার্যকর করা
ন্যূনতম বেতন নির্ধারণ
নিরাপত্তা ও স্থায়িত্ব
হেনস্তা ও হয়রানি থেকে সুরক্ষা সভাটি ছিল শান্তিপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত, যেখানে রংপুরের সাংবাদিক সমাজ তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করার সুযোগ পান।