আলফাডাঙ্গা থানা থেকে পলাতক সেই আওয়ামী লীগ নেতার আত্মসমর্পণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন (৪৮) প্রায় ১৮ ঘন্টা পর পরিবারের সহযোগীতায় আত্মসমর্পণ করেন। মঙ্গলবার ১৩ মে সকাল ৮ টার মাইক্রো যোগে থানায় গিয়ে আত্নসমর্পণ করেন।
থানা সুত্রে জানা যায়, নাসিরউদ্দিন কে ১২ মে (সোমবার) দূপুরে আলফাডাঙ্গা বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাদা পোষাকে থানায় ডেকে আনেন আলফাডাঙ্গা থানা পুলিশ।
কিছুক্ষন পরে নাসিরউদ্দিন কৌশলে ফোনে কথা বলতে বলতে থানার পিছন দরজা দিয়ে বেরিয়ে থানার দেওয়াল টপকিয়ে পুলিশের অজান্তেই পালিয়ে যায়। এর পর থেকে তাকে উদ্ধারে থানা পুলিশের কঠোর পদক্ষেপ, রাজনৈতিক নেতা সহ সুধী জনেরা নিরলসভাবে তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন তাকে আত্মসমর্পণের জন্য, অবশেষে ১৮ ঘন্টা পরে মঙ্গলবার সকাল ৮ আলফাডাঙ্গা থানায় এসে আত্নসমর্পণ করে। পরে আলফাডাঙ্গা থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়।