আলফাডাঙ্গায় আয়ুর্বেদীক কলেজের ও হাসপাতালের উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাঃ জলিল ইউনানী আয়ুর্বেদীক কলেজ ও হাসপাতালের (প্রস্তাবিত) উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার টগরবন্ধ ইউনিয়নের টিঠা পানাইল বাজারে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জর্জকোর্টের দূর্নীতি দমন কমিশনের পি পি আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ শেখ কোবাদ হোসেন। টগরবন্ধ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হাচান শিপনের সভাপতিত্বে ও ডাঃ জলিল ইউনানি -আয়ুর্বেদীক মেডিকেল কলেজ ও হাসপালের প্রিন্সিপাল ডাঃ হাকীম মোঃ বাকাওয়ালী মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর ইউনানী আয়ুর্বেদীক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সাবেক অধ্যক্ষ ডাঃ আতাউর রহমান, ডাঃ সারিক হাচান খান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ আলমগীর হোসেন, ডঃ তজিবুর রহমান, মোঃ আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন। উদ্বোধন শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।