জনতা পার্টি বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা শাহ্ মোহাম্মদ আবু জাফর এর আলফাডাঙ্গা উপজেলায় সাংগঠনিক সফর

স্টাফ রিপোর্টার : গত ১৫ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় সাংগঠনিক সফরে যান জনতা পার্টি বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ফরিদপুর ১ আসনের চার বারের সাবেক এমপি, বর্ষীয়ান রাজনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, জননেতা শাহ্ মুহাম্মদ আবু জাফর।
তিনি আলফাডাঙ্গা ডাকবাংলা প্রাঙ্গণে পৌছালে তাকে স্বাগত জানান সৈয়দ মুরাদ আলি এবং আব্দুল মান্নান শিকদারের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী।
জনতা পার্টি বাংলাদেশ এর আলফাডাঙ্গা উপজেলার নেতাকর্মীদের সঙ্গে শাহ্ মুহাম্মদ আবু জাফর দলটির আলফাডাঙ্গা উপজেলা কমিটি এবং পৌর কমিটি গঠনের বিষয়ে আলোচনা করেন। ইতিমধ্যে দলটি সকল জেলা ও উপজেলা এবং পৌর কমিটি গঠনের কাজে হাত দিয়েছে।
দলটির পদস্থ নেতৃবৃন্দের পরিচয়
ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী। মহাসচিব শওকত মাহমুদ। সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান। যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু ও নাজমুল আহসান। সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। প্রযুক্তিবিষয়ক সম্পাদক গুলজার হোসেন। প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল। সম্মানিত সদস্য হিসেবে আছেন মেজর (অব.) ইমরান ও কর্নেল (অব.) সাব্বির। উপদেষ্টা হিসেবে আছেন শাহ মুহাম্মদ আবু জাফর, মেজর (অব.) মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ।