৮ মামলার আসামী রবিঘোষ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

মো. সিরাজুল ইসলাম ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নোয়াপাড়া গ্রামে (১৬ মে) রাতে যৌথবাহিনী অভিযান চালিয়েছেন। বোয়ালমারী সেনা ক্যাম্প ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিজান আলফাডাঙ্গার নোয়াপাড়া গ্রামে থেকে রাতের অভিজানে ৭ টি মাদক ও ১টি মার্ডার আসামি রবিঘোষকে গ্রেপ্তার করা হয়।
আলফাডাঙ্গা উপজেলার নোয়াপাড়া গ্রামের রবিঘোষ একজন মাদক সম্রাটও বটে।তিনি বিগত ৪০ বছর যাবত মাদকের অবৈধ ব্যাবসা করে আসছেন। আলফাডাঙ্গা থানা থেকে জানা যায় তার নামে ৭ টি মাদক ও ১ টি মার্ডার মামলা ছিল তবে তাকে মাদক মামলায় আমরা গ্রেপ্তার করেছি।গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ৮ টি ব্যাবসায়িক ফোন ও ১০ পিচ্ ইয়াবা পাওয়া যায়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বলেন রবিঘোষ কে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, জনগনের স্বার্থে যৌথ বাহিনীর এরকম অভিযান অব্যাহত থাকবে।