খেলাধুলা

মধুখালীতে জমকালো আয়োজনে শুরু হলো ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট

মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন খেলা দেখতে ভিড় করেছে মানুষ। শনিবার (১৭ মে) বিকেল ৪টায় পৌরসভার আলমপুর সাতানি মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খেলা দেখতে আসা মাহবুব হোসেন বলেন, ‘হাডুডু খেলা হারিয়ে যেতে বসেছে। খেলার খবর পেয়ে দেখতে এসেছি। অনেক মানুষ হয়েছে। খেলা দেখে বিকেলটা খুব ভালো কেটেছে।’
ফয়সাল হোসেন নামে আরেকজন বলেন, ‘বিকেল হলে গ্রামবাংলার ঐতিহ্য গ্রামীণ খেলা চোখে পড়তো। এখন গ্রাম্য খেলাধুলা বিলুপ্তির পথে। অনেকদিন পর হাডুডু খেলা দেখে হারানো ঐতিহ্য ফিরে পেলাম।’

আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, পান্না গ্রুপের কর্ণধার আলহাজ্ব লোকমান হোসেন খান, পৌরসভা বিএনপির সভাপতি মো, শাহাবুদ্দীন আহমদ সতেজ, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, জেলা যুবদলের সহ-সভাপতি মো. আব্দুল আলিম মানিক ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির। প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button