রাজশাহী কলেজে ছাত্রীদের উত্ত্যক্ত: বহিরাগত যুবক আটক

ডেস্ক রিপোর্টঃ রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স ক্লাস চলাকালে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবকের নাম কৃষ্ণ কুমার ঘোষ। তিনি রাজশাহী নগরের বাসিন্দা হলেও রাজশাহী কলেজের শিক্ষার্থী নন। জানা গেছে, তিনি অন্য এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস চলাকালে কৃষ্ণ কুমার সাধারণ পোশাকে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তার সঙ্গে কোনো বই, খাতা বা ব্যাগ ছিল না। ক্লাসে ঢুকে তিনি বেশ কয়েকজন ছাত্রীর কাছে নাম ও পরিচয় জানতে চান। বিষয়টি সন্দেহজনক মনে হলে ছাত্ররা তাকে জিজ্ঞেসাবাদ শুরু করেন।
প্রথমে তিনি নিজের রোল নম্বর ‘৮৪’ বলেন, পরে বলেন ‘১৮৪’। কিন্তু রোল নম্বর ১৮৪-এর প্রকৃত শিক্ষার্থী তখন ক্লাসে উপস্থিত ছিলেন। এরপর ছাত্ররা তাকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
এক পর্যায়ে তাকে বিভাগীয় শিক্ষকদের কাছে নিয়ে যাওয়া হয়। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ বাড়লে বিষয়টি তাৎক্ষণিকভাবে বোয়ালিয়া থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষ্ণ কুমার স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের ক্লাসে ঢুকে ছাত্রীদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করতেন।
বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন, “তার বিরুদ্ধে আগে মনোবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকেও উত্ত্যক্ত করার অভিযোগ আছে।”
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, “যাকে আটক করা হয়েছে, তিনি কলেজে ঘুরতে এসেছিলেন। ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”