বিনোদনমিডিয়া

“গান নয়, বিতর্কে বাজছে নোবেল!” — প্রেমিকা ও প্রজেক্ট নিয়ে বিস্ফোরক অভিযোগ নির্মাতার

অপরাধ বিচিত্রা ডেস্কঃ বাংলাদেশ-ভারতের জনপ্রিয় রকস্টার মাঈনুল আহসান নোবেল আবারো চরম বিতর্কের মুখে। এবার মুখ খুলেছেন তার সর্বশেষ প্রজেক্টের পরিচালক শামীম মোহাম্মাদ
নোবেলকে নিয়ে দীর্ঘ পাঁচ মাসের এক ‘পাহাড়ি প্রেমের গান’ তৈরির চেষ্টা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে বলে জানিয়েছেন এই তরুণ নির্মাতা।


🎬 ৫ মাস ঘুরেও শেষমেশ “জ্যামে পড়লেন” নোবেল!

নির্মাতার ভাষায়, “পাহাড়ি প্রেম নিয়ে এক ধরনের রক ফিউশন গান করতে চেয়েছিলাম নোবেলের কণ্ঠে। দেড় লক্ষ টাকাও দিয়েছিলাম। কিন্তু তিনি এখনো চূড়ান্ত অডিও মাস্টার দেননি, শুধু একটি ডেমো দিয়ে ঝুলিয়ে রেখেছেন।”

শ্যুটিংয়ের দিন গাড়ি পাঠানো হলে নোবেল সেই গাড়িতে উঠলেও, দিন শেষে সেটে উপস্থিতই হননি!
গাড়ি নিয়ে সারাদিন ‘ঘোরাঘুরি’ করে সন্ধ্যায় এসে জানান—“অনেক জ্যামে পড়েছিলাম!”
নির্মাতা বলেন, “এই একটা আচরণেই পুরো টিম, বাজেট আর পরিকল্পনার বারোটা বেজে যায়।”


🧕 “আমার প্রিয়া প্রেগন্যান্ট” — পাশে সেই প্রেমিকা, যিনি আজ অভিযোগকারিণী!

এই প্রজেক্টের সময়ই, যিনি আজ নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভধারণের অভিযোগ এনেছেন—সেই নারী প্রায় সব মিটিং ও শ্যুটিংয়ে নোবেলের পাশে ছিলেন।
নির্মাতার মতে, “প্রতিবারই মেয়েটিকে পাশে দেখেছি। সে নোবেলকে জামা পরানো থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত করত। ওদের সম্পর্ক দেখেই তো মনে হয়েছে তারা দুজন দুজনকে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে ছিল।”

নোবেল নাকি মাঝেমধ্যেই মজা করে বলতেন, “আমার প্রিয়া প্রেগন্যান্ট।”
তবে নির্মাতার সন্দেহ, “নোবেল মেয়েটিকে মোবাইল ব্যবহার করতে দিতেন না। এখানেই একটা প্রশ্ন থেকে যায়—স্বেচ্ছায় ছিলেন, না আটকে রাখা হয়েছিল?”
তবু তার মত, “সে চাইলে আগে থেকেই চলে যেতে পারতেন। এতদিন অপেক্ষা করার কারণেই মূল গল্পটা গাঢ় হচ্ছে।”


🧠 “নোবেলকে মানসিক চিকিৎসা দেওয়া হোক”—নির্মাতার পরামর্শ

নির্মাতা শামীম মোহাম্মাদ বলেন,

“নোবেল সত্যিই প্রতিভাবান, কিন্তু এখন যেভাবে নিজেকে নিয়ে যাচ্ছেন—তাতে মনে হচ্ছে কিছুটা মানসিক চাপ বা অসংলগ্নতা কাজ করছে। আমার মতে, তাকে কিছুদিন মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনা জরুরি।”

তিনি বলেন, “আমার ‘বাজাবো গিটার’ গানটি কবে মুক্তি পাবে, সেটা এখন বলা যাচ্ছে না। নোবেলের কারণেই পুরো প্রজেক্ট ঝুলে আছে।”


🔎 তাহলে প্রশ্ন উঠছে…

এই পুরো ঘটনার পর অনেকের প্রশ্ন—নোবেল কি প্রেমের ফাঁদে পড়েছিলেন? নাকি তিনি নিজেই একজন আবেগিক কনট্রোল ফ্রিক?
আর সেই নারী—তিনি কি সত্যিই ভিকটিম, নাকি কৌশলী?

আইন এখনো চূড়ান্ত কথা বলেনি, কিন্তু শিল্পী হিসেবে এক সময়কার আলোচিত তারকা এখন পরিণত হচ্ছেন সংবাদের ‘পেজ থ্রি ট্র্যাজেডি’তে


“নোবেল বাজাচ্ছেন না গিটার, বাজাচ্ছেন ধৈর্যের সীমানা!”
— এমনই মন্তব্য শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনের ভেতরে-বাইরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button