কৃষিবার্তা

বোয়ালমারীতে মাইকিং করে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

মো. সিরাজুল ইসলাম ফরিদপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় সরকারি ভাবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছেন উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা।

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ উপলক্ষে সোমবার (১৯ মে) উপজেলার পৌর বাজারসহ বিভিন্ন বাজারে মাইকিং করেন উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মো. লুৎফার রহমান। ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রকৃত কৃষকরা অ্যাপের মাধ্যমে আবেদন করে এবং উপজেলা কৃষি অফিস কর্তৃক গৃহীত কৃষকের তালিকাভুক্ত কৃষক ধান দিতে পারবেন। প্রতি কেজি ধান ৩৬ টাকা করে বিক্রি করতে পারবেন গোডাউনে।
প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দেওয়ার সুযোগ পাবেন।

খাদ্য গুদাম কর্মকর্তা লুৎফর রহমান বলেন, এবছর বোয়ালমারী উপজেলায় মোট ধান ক্রয় করা হবে ২৭৮ মেট্রিক টন। প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য উপজেলার বিভিন্ন বাজারে মাইকিং করছি। কৃষকরা অ্যাপসের মাধ্যমে আবেদন করে সরাসরি খাদ্য গুদমে এসে ধান দিতে পারবেন। প্রকৃত কৃষকরা যাতে ধান দিতে পারে সে জন্য কৃষকদের উদ্দেশ্যে বা কৃষকদের জানানোর জন্য মাইকিং করা হচ্ছে। কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাই করা হয়েছে। খাদ্য গুদামে ধান দেওয়ার জন্য কারও কাছে যাওয়া লাগবে না কাউকে ধরা লাগবে না। কৃষকেরা সরাসরি খাদ্যগুদামে ধান নিয়ে আসলে আমরা ধান নিয়ে নেব এবং সাথে সাথে বিল দিয়ে দিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button