এক্সক্লুসিভ

আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান নেওয়ায় সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। এঘটনায় আলফাডাঙ্গায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আলফাডাঙ্গায় বিএনপির দুটি গ্রুপ রয়েছে। কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিত বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভাপতি আব্দুল মান্নান আব্বাস ও সদস্য সচিব নুর জামান খসরু গ্রুপ ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সামচুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম খশবুর রহমান খোকন গ্রুপের মধ্যে মুখোমুখি অবস্থানের ফলে আইন শৃঙ্খলার অবনতির আশংকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় সামচুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের লোকজন খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামীলীগ এর পদধারী নেতাদের বিএনপিতে যোগদান করানোর অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল প্রতিহতের ঘোষণা দেয় খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিতরা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ১৪৪ধারা জারি করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, দুই গ্রুপের মুখোমুখি অবস্থান নেওয়ায় জান মালের নিরাপত্তার সার্থে সোমবার সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করা হয়েছে।

এদিকে ঝুনু সমর্থীত খোকন গ্রুপ আলফাডাঙ্গায় মানববন্ধন করতে না পেরে দুপুর সাড়ে ১২টায় বোয়ালমারী উপজেলা সিমান্তে মাগুরা ব্রীজ সংলগ্নে সংক্ষিপ্ত মানববন্ধন করতে গেলে পুলিশি বাধায় তা সংক্ষিত ভাবে শেষ হয়। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button