হবিগঞ্জ শহরে হারভেস্টারের অংশ বিশেষ উদ্ধার ভাঙ্গারী ব্যবসায়ী আটক

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের ঈদগাহ সড়ক এলাকা থেকে একটি ভাঙ্গারী দোকান থেকে সরকারের ভর্তুকিমূল্যে দেয়া হারভেস্টার মেশিনের অংশ বিশেষ জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় জনৈক ভাঙ্গারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল রোববার রাতে পুুলিশ অভিযান চালিয়ে হারভেস্টার মেশিনের মালামাল জব্দ করে ও ভাঙ্গারী ব্যবসায়ীকে আটক করেন। জানা যায়, সম্প্রতি ধান কাটা শেষ করে আজমিরীগঞ্জ উপজেলার সুকড়িবাড়ির বাসিন্দা মোঃ আল আমিন বানিয়াচং উপজেলার জনৈক ব্যক্তির কাছে তার হারভেস্টার মেশিন ভাড়া দেন।
কিন্তু ওই ব্যক্তি মেশিনটি ধান কাটার কাজে না লাগিয়ে এর অংশ বিশেষ খুলে আটককৃত ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে হারভেস্টারের মালিক আল আমিন হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এ প্রেক্ষিতে সদর মডেল থানার পুলিশ ঈদগাহ সড়ক এলাকায় ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে হারভেস্টারের মালামাল জব্দ করে এবং ব্যবসায়ীকে আটক করেন।।