অব্যাবস্থাপনা

গংগাচড়ায় পৈতৃক, রেজিস্ট্রি ক্রয় মুলে ও হাট শ্রেণী ভুক্ত সম্পত্তি জবরদখলের  চেষ্টা

বিশেষ প্রতিনিধিঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলদাদপুর মৌজায় পৈতৃক ও রেজিস্ট্রি দলিল মূলে অর্জিত সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাজু মিয়া (৪০), এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলদাদপুর মৌজার স্থায়ী  সাজু মিয়া তার পিতার  নামে রেজিস্ট্রি মূলে দলিলকৃত জমি যাহা হাট শ্রেণী ভুক্ত রহিয়াছে উক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন। কিন্তু সম্প্রতি সময়ে মোঃ তিতুমীর হোসেন (৪৫) ,গং প্রভাবশালী ব্যক্তি উক্ত জমি জবরদখলের চেষ্টা চালায়।

মঙ্গলবার ( ২৭ মে) ২০২৫ খ্রিস্টাব্দে সাজু মিয়া জানান, “আমার বাবার আমল থেকে এই জমির মালিকানা আমাদের। দলিলপত্র সব কিছু সঠিক আছে। তবুও আমাকে তিতুমীর গং  মিথ্যা দাবি তুলে আমাদের উচ্ছেদ করতে চাইছে।”আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন সময় অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

এ বিষয়ে তিনি আইনগত সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত- ৩০/৪/২০২৫ খ্রিস্টাব্দে  একটি লিখিত অভিযোগ জমা দেন। ইউএনও বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সাজু মিয়া ও তার পরিবার জমিটি ভোগ দখল করিয়েছেন। তার বাবার পৈত্রিক  ও রেজিস্ট্রি করা সম্পত্তি।

স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই জমিটি সাজু মিয়ার পরিবারের দখলে রয়েছে এবং হঠাৎ করে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button