আলফাডাঙ্গায় পৃথক পৃথকভাবে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় পৃথক পৃথকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করছে। এ উপলক্ষে এ শুক্রবার ( ৩০ মে) আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বি এন পি ও অঙ্গসংগঠন।
বেলা ১১টায় আলফাডাঙ্গা উপজেলা রোডে অবস্থিত উপজেলা বি এন পির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন সভাপতিত্বে ও সদস্য সচিব নুর জামাল খসরুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএন পির আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, আহম্মেদ শিকদার, রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, যুগ্ম আহবায়ক নেয়ামত পারভেজ কৃষকদলের আহবায়ক হাদী জিয়া, সদস্য সচিব আরব আলী, পৌর কৃষকদলের আহবায়ক শওকত হোসেন শান্ত, সদস্য সচিব আবুল কালাম প্রমুখ । আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিকাল ৫ টায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের (একাংশ) আয়োজনে হাসপাল রোডে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফরিদপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশি শামসুদ্দিন মিয়া ঝুনু।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম দাউদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারী কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল, ছাত্রদলের সাবেক সভাপতি রইছুল ইসলাম পলাশ, ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এ্যাড হেমায়েত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রসুল, বোয়ালমার উপজেলা মৎসজীবীদলের সভাপতি বিশ্বজিৎ সরকার, উপজেলা তাতীদলের সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজিম প্রমুখ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

