যাত্রাবাড়ীতে ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী আটক, স্বর্ণের চেইন উদ্ধার

নাম তার মো. ইব্রাহিম হোসেন। বয়স ২৮ বছর। পরিচয়—পেশাদার ছিনতাইকারী। তবে গতকাল শুক্রবার (৩০ মে ২০২৫) রাজধানীর যাত্রাবাড়ীর ব্যস্ত এক সড়কে তার দৌড় থেমে গেল এক সাহসী পুলিশ কর্মকর্তার হাতে। গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালাতে গিয়েই ধরা পড়লেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইনের জালে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে, যাত্রাবাড়ীর ফারুক সরণি এলাকায়। জনাকীর্ণ রাস্তায় স্বামীর সঙ্গে রিকশাযোগে যাচ্ছিলেন ইভা খাতুন নামে এক নারী। হঠাৎই তাদের পাশ দিয়ে ছুটে আসে এক ব্যক্তি। লক্ষ্য তার একটাই—ইভার গলায় ঝুলে থাকা স্বর্ণের চেইন। মুহূর্তেই ছিনিয়ে নিয়ে দৌঁড় দেয় ছিনতাইকারী।
কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন। ইভার চিৎকারে দ্রুত সাড়া দেন তিনি। শুরু হয় ধাওয়া। সাহস ও দক্ষতায় ছিনতাইকারী ইব্রাহিমকে ধরে ফেলেন সার্জেন্ট বিলাল।
পরে তাকে যাত্রাবাড়ী থানায় নিয়ে গিয়ে তল্লাশি করা হলে ভুক্তভোগীর স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। ওজন প্রায় ১০ আনা। বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।
থানা সূত্র জানিয়েছে, ইব্রাহিম একজন পরিচিত মুখ—পেশাদার ছিনতাইকারী হিসেবে এর আগেও একাধিকবার পুলিশের নজরে এসেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চেইন ফিরে পেয়ে স্বস্তিতে ইভা খাতুন। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এতো দ্রুত পুলিশ যেভাবে সহযোগিতা করেছে, তাতে আমি মুগ্ধ। এই ধরণের সেবা সত্যিই প্রশংসার যোগ্য।”
ট্রাফিক পুলিশ যে শুধু যান চলাচলই নিয়ন্ত্রণ করেন তা নয়, সুযোগ মতো তারা যে সাহসিকতা দেখাতে জানেন—সার্জেন্ট বিলালের এ ঘটনা তার বড় প্রমাণ।