ভৌগলিকরাজনীতি

“মানবিক করিডোর-নিরাপত্তা ঝুঁকিতে উদ্বিগ্ন আমজনতা”

জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে সর্বদলীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। রোহিঙ্গাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু তাদেরকে করিডোর দেয়া হলে আরাকার আর্মি এ করিডোর দিয়ে অস্ত্রসহ ঝুঁকিপূর্ণ জিনিসপত্র পরিবহণ করবে। এতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করে দেশের সম্ভাবনাময় একটি দ্বীপকে রোহিঙ্গাদের হাতে তুলে দেয়া হয়েছে। যা দেশের জন্য কখনো শুভ হতে পারে না। স্থানীয়রা প্রতিনিয়ত রোহিঙ্গা কর্তৃক অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছেন। স্থানীয় প্রশাসনের দারস্থ হলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। রোহিঙ্গাদের কারণে এলাকার আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে। এলাকার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। তাই মানবিক করিডোর বিষয়ে আরও ব্যাপক আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। রোহিঙ্গাদের কারণে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী লাভবান হলেও স্থানীয় মানুষজন অবর্ণনীয় দূর্ভোগে রয়েছেন।

১ জুন ২০২৫, রবিবার, বিকেল ৩.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব, তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত “মানবিক করিডোর-নিরাপত্তা ঝুঁকিতে উদ্বিগ্ন আমজনতা” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জকরিয়া।  মূল প্রসঙ্গ উপস্থাপন করেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির মহাসচিব এম গফুর উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু ভুইয়া, গণ অধিকার পরিষদের মহাসচিব মোঃ রাশেদ খান, জনতা পার্টি বাংলাদেশ’র সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আসাদুজ্জামান,  সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল আউয়াল ঠাকুর, পদ্মা গ্রুপের চেয়ারম্যান  শা মুরাদ, আলহাজ্ব মোঃ আকবর হোসেন,  সাবেক সহকারী কর কমিশনার  মির্জা শরীফুল আলম অধ্যক্ষ রাফিকা আফরোজ,  আবুল কাসেম মজুমদার,   প্রমুখ।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম জাতীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সঞ্চালনায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের উপদেষ্টা প্রফেসর ড. শহীদ মঞ্জু, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায, বাংলাদেশ নতুন ধারা পার্টির আহ্বায়ক মোঃ আব্দুল আহাদ নূর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button