অব্যাবস্থাপনা

আলফাডাঙ্গায় বাজার ভাংচুর ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে মানব বন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা আলফাডাঙ্গায় বাজার ভাংচুর ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগকারী পৌর বিএনপির সদস্য সচিব খোশবুর রহমান খোকনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তাকে দল থেকে বহিষ্কার এবং তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বিএনপি ও তার অংগ সহযোগী (একাংশ) সংগঠনের নেতা-কর্মীরা মানব বন্ধন পালন করেন। রবিবার (১লা জুন) বেলা ১১টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, সদস্য সচিব নুর জামান খসরু, যুগ্ন আহবায়ক আহমেদ শিকদার,মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বাশারুল বারী, উপজেলা কৃষকদলের আহবায়ক হাদী জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিলটন উদ-দ্দৌলা, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নেয়ামত পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ি না হয়েও প্রভাব খাটিয়ে বাজার বনিক সমিতি অবৈধ প্রধান নির্বাচন কমিশনার হওয়া খোশবুর রহমান খোকন পৌর এলাকায় দলীয় ক্ষমতা দেখিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা চালিয়ে আলফাডাঙ্গা ত্রাসের রাজ্য কায়েম করার চেষ্টা চালিয়ে যাওয়ায়, সাধারণ জনগনের মাঝে ভিতীর সৃষ্টি হয়েছে। এতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই তাকে অনতি বিলম্বে দল থেকে বহিষ্কার করতে দলের হাই কমান্ডের প্রতি আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button