এক্সক্লুসিভ

ধর্ষণ মামলায় গ্রেফতার আশুলিয়া থানার রাইটার নাঈম শেখ

মাহবুব আলম মানিকঃ ঢাকা জেলার অন্যতম আশুলিয়া থানার রাইটার নাঈম শেখ (৩৫)কে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। গত ১৫ জুন রবিবার কাফরুল থানা এলাকা বউ বাজার বাদিনীর নিজ বাসা থেকে  তাকে গ্রেফতার করেন বলে জানা যায়। 

গ্রেফতার নাঈম শেখ ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে, তার বর্তমান ঠিকানা   আশুলিয়া থানা ভবন সংলগ্ন সিরাজ দেওয়ানের বাড়ির  ভাড়াটিয়া। 

জানা যায় গ্রেফতার  নাঈম শেখ দীর্ঘদিন ধরে আশুলিয়া থানার জিডি,অভিযোগ, এবং মামলা ফরওয়াডিং লেখালেখির কাজ করে আসছিলেন। এর-ই মধ্যে জিডি লেখার সুবাদে জামগড়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন ক্যাফে ঊশা হোটেলের মালিক ফারুক’র বোন  নারগিছ আক্তার নামে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নাঈম। এরপর  ওই নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন সহ কৌশলে আনুমানিক দশ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি। 

এক পর্যায়ে মামলার কিছু দিন পূর্বে ওই নারী  বিয়ের কথা বললে প্রকাশ্য দিবালোকে  ভুক্তভোগী ওই নারীকে রাস্তায় ফেলে  মারধর করে রক্তাক্ত করেন নাঈম।  এরপর আবারও গত ১৫ জুন কাফরুল থানাধীন বউ বাজার এলাকায়  ভুক্তভোগীর বাসায় গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা কালে পুলিশ তাকে গ্রেফতার করে  নারী ও শিশু নির্যাতন দমন আইনের (৯)১ ধারায় মামলা রজু করে আদালতে প্রেরণ করেন বলে সর্বশেষ সংবাদ পাওয়া গেছে । 

বিশ্বস্ত সুত্রে আরও জানা যায় রাইটার নাঈম শেখ  এছাড়াও আরও একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং কি ব্লাকমেইল করে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। শুধু তাই নয় গত ৫ ই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় আশুলিয়া থানার একাধিক মামলার দামী আলামত ও দুইজন পুলিশ সদস্যের  নগদ কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন নাঈম।  পরবর্তীতে তা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও  সেসব আর ফেরত দেননি প্রতারক নাঈম শেখ। 

মামলার বিষয়ে ভুক্তভোগী নারী নারগিছ আক্তারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button