লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে ইউএনও ও এসিল্যান্ড অফিসের কার্যক্রম শুরু

মোস্তফা কামাল মজুমদারঃ লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে ইউএনও ও এসিল্যান্ড অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
সোমবার (১৬ জুন,২০২৫) থেকে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার এর দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। অতি দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে অন্যান্য সকল দপ্তরের সেবা কার্যক্রমও অত্র ভবন থেকে শুরু হবে। নবনির্মিত ভবনের নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি বিধায় কিছুদিন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এমতাবস্থায় আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু সময় উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাসির উদ্দীন,উপজেলা প্রকৌশলী সাবরিন মাহফুজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা আইসিটি অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, লালমাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোঃ নোমান হোসেন, সদস্য সচিব মোঃ সাদ্দাম বিন হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল, উপজেলা কার্যক্রম বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোঃ শামীম মজুমদার ও সদস্য সচিব মোঃ হাবিব হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ তারেক হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।