এক্সক্লুসিভঢাকা
ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে বালুবাহী ট্রাকের দখলে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা আরিচা মহাসড়কে বালুবাহী ট্রাকের কারনে যানজট সৃষ্টি হচ্ছে।
জানাগেছে, ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড পাশে বাটার গেটের সাথে বংশী নদীর বালু ব্যাবসায়ী ট্রাক দিয়ে বালু টানার কারনে মহাসড়কে যানজট প্রতিনিয়ত লেগেই থাকে।
যে কারেন যাত্রী বাহী যানবাহন গুলোর যাত্রীরা অসহায়ের মত ঘন্টার পর ঘন্টা গাড়ীতে সময় পার করে দিচ্ছে। স্থানীয় প্রশাসন বালু ব্যবসায়ীর কাছে থেকে অথের সুবিধা পেয়ে তারা নীরব ভুমিকা পালন করছে । বালু ব্যাবসায়ী প্রাবশালী হওয়ার কারনে কোন ব্যাক্তি তার বিরুদ্বে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না ভয়ে ।
যে কোন সময় বালুবাহী ট্রাকের কারনে মহাসড়কের ইসলামপুর বাটার গেটের পাশে সড়ক দুঘটনা ঘটতে পারে ।