এক্সক্লুসিভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাদশা হত্যা মামলার ২ আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার

মোঃ এনামুল হক পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে বাদশা মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানার মাটিকাটা বালুরঘাট এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব-১৩ ও র‍্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নাটোকটোকা (ডাকুয়াপাড়া) এলাকার দুই ভাই রুহুল আমিন (৩০) ও রবিন ইসলাম (২৫)।
র‍্যাব সূত্র জানায়, গত ১৫ জুন বাদশা মিয়া নিজ বাড়ির আঙিনায় বাঁশের বেড়া নির্মাণ করছিলেন। এ সময় প্রতিবেশী রুহুল আমিন, রবিন ইসলাম, হাফিজ উদ্দিন, রুবিনা বেগমসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারালো বাঁশিলা, লোহার খোঁচা ও লাঠি দিয়ে বাদশা মিয়া ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এতে বাদশা মিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।
আহতদের মধ্যে বাদির ছোট ভাই সুলতান আলীর মেরুদণ্ড ভেঙে যায়। অপর ভাই সমশের আলী, ভাবী লিপি বেগম ও মা শেফালী বেগমও গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পর দিন সোমবার (১৬ জুন) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে সইজ উদ্দিন বাদি হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই পলাতক থাকা আসামিদের ধরতে র‍্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী) এবং র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল) যৌথ ভাবে অভিযান চালায়। অভিযান শেষে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৩।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা বলেন, ‘র‍্যাবের সহযোগিতায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button