এক্সক্লুসিভপাঁচমিশালি

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া কলেজে প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

মোঃ সোহেল রানাঃ চাঁদপুরের ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ এনেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, এ বছর গৃদকালিন্দয়া কলেজে হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০ জন। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে প্রবেশপত্র বাবদ ৮০০ টাকা করে নেওয়া হয়েছে বলে কয়েকজন পরীক্ষার্থী জানান। প্রবেশপত্রের জন্য আলাদা কোনো ফি নেই। বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্র ফি ফরম পূরনের টাকার সাথেই নেওয়া হয়। পরীক্ষার্থীর একজন ভাই সংবাদকর্মীকে কল দিয়ে এ বিষয়ে অবহিত করেন। তিনি জানান, এতগুলো টাকা তারা আমাদের কাছ থেকে নিচ্ছে তা রীতিমতো অন্যায়। তারা পরীক্ষার্থীদের প্রবেশপত্র দিবে তারা চলে যাবে পরীক্ষা দিবে। আমার বোনের কাছ থেকে ৮০০ টাকা ও মিলাদের জন্য ২০০ টাকা নেয়া হয়। মিলাদের টাকার জন্য আপত্তি নেই তবে প্রবেশপত্রের টাকার জন্য আপত্তি আছে। আমরা খোঁজখবর নিয়েছি এ টাকা নেওয়ার কোনো বিধান নেই। এ সত্যিটা তুলে ধরার জন্য আপনাকে অনুরোধ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী জানান, আমরা এ বছর আনুমানিক ৭০০ জন পরীক্ষা দিবো। প্রত্যেকের কাছ থেকে প্রবেশপত্র ফি ৮০০ টাকা করে নেওয়া হয়। অন্য কোনো খাতের জন্য এ টাকা নিছে কিনা জানতে চাইলে সে বলে, আমাদের কোনো বেতন ও অন্য কোনো ফি বকেয়া নেই শুধুমাত্র প্রবেশপত্রের জন্য ৮০০ টাকা নেয়া হয়েছে।

প্রবেশপত্রের ফি সম্পর্কে জানতে শিক্ষা বোর্ডের সচিব খন্দকার সাদেকুর রহমান স্যারকে কল দিলে তিনি বলেন, প্রবেশপত্র ফি বাবদ কোনো টাকা নেওয়ার কোনো নির্দেশনা নেই। কেউ অতিরিক্ত ফি নিয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন বলেন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসেই গত বছরের ন্যায় এ বছর প্রবেশপত্রের ফি নির্ধারণ করেছি। আমাদের খরচের পরিমাণ অনেক বেশি। উপজেলা নির্বাহী অফিসারের সাথে মিটিং করেই আমি সিদ্ধান্ত নিয়েছি।

জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ বলেন, শুধুমাত্র প্রবেশপত্রের জন্য কোনো ফি নেওয়ার বিধান নেই। যদি তাদের বেতন ও অন্যান্য ফি বকেয়া থাকে তাহলে সেটা ভিন্ন হিসাব।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া জানান ,
কোথায় কত ফি নিতে হবে তা বোর্ড কর্তৃক নির্ধারিত। বোর্ডের নির্দেশনার বাহিরে কোনো ফি নেওয়ার সুযোগ নেই। পরীক্ষার খরচ কেন্দ্র ফি বোর্ড যা নির্ধারণ করে দিবে এর বাহিরে নেওয়ার সুযোগ নেই। মিটিং করে কাউকে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে বলা হয়নি। অধ্যক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button