চাঁদপুরে পুলিশের অভিযানে অটোরিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, ২টি চুরি হওয়া মিশুক উদ্ধার

মোঃ সোহেল রানাঃ চাঁদপুরের কচুয়া থানায় ব্যাটারিচালিত অটোরিক্সা (মিশুক) চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে দুইটি চুরি হওয়া মিশুক উদ্ধার করা হয়েছে।
২৪ জুন (মঙ্গলবার) এ অভিযান পরিচালনা করা হয়।
ভুক্তভোগী মোঃ জামাল হোসেন নামের এক ব্যক্তি জানান, তিনি তার দোকানের মালামাল বহনের জন্য ১,২৫,০০০ টাকায় একটি নেভি ব্লু রঙের ব্যাটারিচালিত অটোরিক্সা ক্রয় করেন, যা ২০ জুন ২০২৫ তারিখে জুমার নামাজের সময় কচুয়া পশু হাসপাতালের পাশে থেকে চুরি হয়ে যায়।
এছাড়া একই কায়দায় রকিবুল ইসলাম নামের আরেক ব্যক্তির সবুজ রঙের মিশুকটিও ২১ জুন রাতে চুরি হয়, যার মূল্য প্রায় ৮০,০০০ টাকা।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কচুয়া থানায় মামলা রুজু হয় (মামলা নং: ২৩/১৪৮, তারিখ: ২৪/০৬/২০২৫ ইং, ধারা: ৩৭৯/৩৪ পেনাল কোড)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) সাইফুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও ভিডিও ফুটেজের সহায়তায় চোর চক্রের মূল হোতা মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য অনুযায়ী মোঃ মানিক হোসেন ও শাহাদাৎ হোসেনকে আটক করে তাদের হেফাজত থেকে একটি চুরি হওয়া মিশুক উদ্ধার করা হয়।
পরবর্তীতে আরও দুই আসামি, মোঃ সোহাগ হোসেন ও মোঃ রাজু মিয়াকে কচুয়া-নবাবপুর সড়কের একটি ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করে তাদের কাছ থেকেও একটি চুরি হওয়া মিশুক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১। মোঃ হাবিবুর রহমান (২৫)
২। মোঃ মানিক হোসেন (২৮)
৩। শাহাদাৎ হোসেন (২৪)
৪। মোঃ সোহাগ হোসেন (২৮)
৫। মোঃ রাজু মিয়া (২৬)
ধৃত আসামিদের ২৪ জুন ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।