‘দৈনিক আমার দেশ’-এ এনসিপির হবিগঞ্জ কমিটি নিয়ে মিথ্যা খবরে তীব্র প্রতিবাদ

ডেস্ক রিপোর্টঃ হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটি নিয়ে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় (২৩ জুন ২০২৫) প্রকাশিত “আ.লীগ-জাপা, গণঅধিকারের নেতাকর্মী দিয়ে এনসিপির কমিটি” শীর্ষক সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বলে তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটি।
বিবৃতিতে বলা হয়, খবরে যেভাবে মুবিন, কামাল আহমেদ, মাহবুবুর রহমান চৌধুরী নোমান, ফজলুল করিম এবং নাসির উদ্দিন সম্পর্কে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য এবং তাদের রাজনৈতিক পরিচয় অযাচিতভাবে বিকৃত করা হয়েছে। এমনকি আ খ ম উস্তার মিয়াকে সাবেক এমপির ঘনিষ্ঠ বলে চিহ্নিত করার মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে।
সত্য তথ্য:
- মাহবুবুল বারী চৌধুরী মুবিন যথানিয়মে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে এসসিপিতে যোগ দেন এবং ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
- কামাল আহমেদ লাখাইয়ের বাসিন্দা বা আওয়ামী লীগ নেতা নন; তিনি আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং কোনও দলীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।
- মাহবুবুর রহমান চৌধুরী নোমান চুনারুঘাটে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কোনও অঙ্গসংগঠনের সাথে যুক্ত ছিলেন না।
- ফজলুল করিম যুবলীগ বা ছাত্রলীগের কোনও পদে ছিলেন না।
- নাসির উদ্দিন তিন দশক ধরে কোনও দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন না এবং তিনি জেলা সেরা করদাতা হিসেবে পরিচিত।
এনসিপির আহ্বান:
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী আন্দোলনের মাধ্যমে গড়া এই দলে ত্যাগী ব্যক্তিরা রয়েছেন। কোনও গোষ্ঠীর কুৎসা রটনা এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ‘দৈনিক আমার দেশ’-কে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের তাগিদ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরণের মিথ্যা প্রচারে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না এবং জেলা সমন্বয় কমিটি এমন অসত্য খবরে তীব্র নিন্দা জানায়।
জেলা সমন্বয় কমিটির পক্ষে
শেখ ইফতেখার আহাদ
যুগ্ম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হবিগঞ্জ