আলফাডাঙ্গা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় উপজেলা মিনি কনফারেন্স হল রুমে এ বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১১ কোটি ৭ লাখ ৬ হাজার ৫৩৮টাকা । সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১কোটি ৬ হাজার টাকা।
এছাড়াও এবার বাজেটে রাজস্ব খাতে আয় ১ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা ও ব্যয় ১ কোটি ৫৬ লাখ ৬ হাজার টাকা ধরা হয়েছে। রাজস্ব খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ লাখ ৫৮৩ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক রাসেল ইকবাল বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে আলফাডাঙ্গা পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে। স্বচ্ছতা ও জবাবদিহি থাকলে একটি পৌরসভা বা সমাজ সুন্দরভাবে পরিচালিত হয়। তাই এভাবে উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে পৌরবাসীর সু-পরামর্শের সুযোগ ও তাদের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমাদের পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ, স্বনির্ভর ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী জাকারিয়া আলম, প্রশাসনিক কর্মকর্তা হরুনার রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা জালাল আলম, আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ তুষার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,ও জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।