
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
“আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনগণ” এর ব্যানারে বুধবার (২৫ জুন) বেলা ১২ টায় বিক্ষোভ মিছিল টি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে পৌর সভা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি জুবায়ের হোসেন রবিন, রায়হান রনি ও এম এফ আরিফ।
বক্তারা বলেন, পৌর সভার প্রকৌশলী জাকারিয়া আলম ও প্রশাসনিক কর্মকর্তার হারুনার রশিদ ব্যাপক অনিয়ম করে আসছে। নাগরিক সেবা থেকে জনসাধারণ কে ভোগান্তিতে ফেলা, পৌর সভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে টেন্ডার ও নোটিশ বিহীন, কোটেশন ও পিআইসির মাধ্যমে কয়েকটি নামমাত্র প্রতিষ্ঠান এর নাম ব্যবহার করে নিজেরা ২০২৪/২০২৫ অর্থ বছরের টিআর, এডিপি সকল প্রকল্প বাস্তবায়ন করছেন। ঈদ-উল-ফিতর এ ভিজিএফ চাউল বিতরণ অনিয়ম, চাউল বিতরণ মাস্টাররোল ৩ মাস পর অফিসে বসে নতুন করে তৈরী করা, অনেক প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে এই অর্থ বছর প্রকল্পের টাকা উত্তোলন করে নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমরা কোন অনিয়ম বা কোন ধরনের দূর্নীতি করি নাই। জানতে চাইলে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল বলেন, বিক্ষোভ মিছিল শেষে আমার নিকট ছাত্র প্রতিনিধির একটি দল এসে ছিল, তারা আমার নিকট একটি লিখিত আবেদন করেছে, আবেদন টি খতিয়ে দেখে যদি কোন অনিয়ম পাওয়া যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয় তাহলে অভিযোগ কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।