বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ১কেজি গাঁজাসহ আটক ১

মো. সিরাজুল ইসলাম ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আমগ্রাম ০৪ নং ওয়ার্ডের মো. ইমরান মীর(৩৫) পিতা: মৃত নুরুল মীর মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্দগে ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুন রাত ১টা ৩০ মিনিটে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো.ইমরান মীর (৩৫) নামে ১জনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।
জানাগেছে, আটক ইমরান মীর মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও অভিযুক্ত হয়েছিলেন।
আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।