দেশপ্রশাসনলালমনিরহাট

লালমনিরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, আটক ভারতীয় নাগরিক হস্তান্তর

সফিকুল ইসলাম: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার গেন্দুকুড়ি সীমান্তের মেইন পিলার ৯৯৮/৯ এস-এর নিকটবর্তী শূন্যরেখায় বদিয়াপাড়া এলাকায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার আবুল কাশেম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর ডি. সিংহ। বৈঠক শেষে, বাংলাদেশি নাগরিকের হাতে আটক হওয়া ভারতীয় নাগরিক শ্রী খীসচরন (৬০)-কে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। খীসচরন ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার নোহাটি মিরাপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বারইপাড়া (কালিবাড়ি) গ্রামের বাসিন্দা মো. গোমর উদ্দিন (৫৫) ভারতীয় নাগরিক খীসচরনকে তার জমিতে কাজ করার সময় আটক করে নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে গোমর উদ্দিনের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে ওই ভারতীয় নাগরিককে উদ্ধার করে। তবে অভিযুক্ত গোমর উদ্দিন বর্তমানে পলাতক রয়েছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button