অপরাধএক্সক্লুসিভদুর্নীতিপ্রশাসনবাংলাদেশ

২৯ কোটি টাকার টেন্ডারে দু’র্নী’তি ফেনীতে ঠিকাদারের হাতে পৌর নির্বাহী প্রকৌশলি লা’ঞ্ছিত

অপরাধ বিচিত্রা ডেস্ক: ফেনীতে ২৯ কোটি টাকার টেন্ডারে দুর্নীতি ও ঠিকাদারদের কাছে পিডির নামে ২% চাঁদা আদায় করায় পৌর নির্বাহী প্রকৌশলিকে লাঞ্ছিত করেছেন এক ঠিকাদার। পৌর নির্বাহী প্রকৌশলি জাকির হোসেন জানান, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।হঠাৎ অফিস রুমে ঢুকে ঠিকাদার কামরুল হাসান মাসুদ অকথ্য ভাষায় গালমন্দ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় তিনি রুমে একা ছিলেন।
একপর্যায়ে অফিসের কম্পিউটার ও ল্যাপটপ ছুঁড়ে মারেন এবং জিনিসপত্র তছনছ করেন মাসুদ। তিনি তাৎক্ষণিক বিষয়টি ফেনী মডেল থানা ও পৌর প্রশাসককে জানিয়েছেন বলে নিশ্চিত করেন। জাকির ঠিকাদারের লোকজনের কাছ থেকে উপহার নেয়ার বিষয়টি স্বীকার করলেও ২% নেয়ার বিষয়টি অস্বীকার করেন।ঠিকাদার মাসুদ জানান, জাকির পিডির নামে সকল ঠিকাদারের কাছ থেকে ২% চাঁ-দা আদায় করে। এ বিষয়ে পৌরসভার সকল ঠিকাদারেরা অবগত আছে।

নির্বাহী প্রকৌশলি জাকিরকে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে মাসুদ জানান, ফেনী শহরের মহিপাল থেকে পাঁচগাছিয়া পর্যন্ত ড্রেন ও স্লাব নির্মাণ প্রকল্পের ২৯ কোটি টাকার কাজে ৫০ লাখ টাকা দু-র্নী-তি করেছেন জাকির। ড্রেন নির্মাণ প্রকল্পে ৫০ লাখ টাকা চাঁদা নিয়ে অবৈধভাবে পিডিএল নামক একটি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন জাকির ও পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button