অন্যান্যঢাকাঢাকা বিভাগ

সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো সওয়াব (SOWAB) এর উদ্যোক্তা সম্মেলন ও সেবা প্রদর্শনী, SOWAB-২০২৫

স্টাফ রিপোর্টার: দেশের সার্ভিস বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সমন্বয়ে গঠিত সংগঠন সার্ভিস ওউনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সওয়াব) এর উদ্যোগে সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এন্টারপ্রেনিউর কনফারেন্স ও সার্ভিস শোকেসিং (SOWAB-2025)। এই বিশাল আয়োজনটি উদ্যোক্তা, উদ্ভাবন এবং নেটওয়ার্কিং-এর এক মিলনক্ষেত্র ছিলো
অনুষ্ঠানে সার্ভিস সেক্টরের ১৮০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সওয়াব এর এই ইভেন্টটি বিভিন্ন অংশীদার এবং মিডিয়া পার্টনারদের সহযোগিতায় আয়োজিত হয়েছে। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল: “Entrepreneurship – Networking – Innovation – Growth”।
সম্মেলনের এক পর্যায়ে, সংগঠনটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এই বিশেষ মুহূর্তটি সংগঠনের সদস্যদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
নেতৃত্ব ও দিকনির্দেশনা: সওয়াব (SOWAB) কার্যনির্বাহী কমিটি
সার্ভিস ওউনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (SOWAB) সার্ভিস সেক্টরের উদ্যোক্তাদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। বর্তমানে সংগঠনটির গুরুত্বপূর্ণ পদসমূহে যারা দায়িত্ব পালন করছেন।

সভাপতি, মেহেদী হাসান ফারুক আল মদিনা এক্সপার্ট সার্ভিস |
সাধারণ সম্পাদক, আপন কোভিদ আপন সার্ভিস
ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ কালাম এ ওয়ান সার্ভিস
কোষাধ্যক্ষ, রেজাউর রহমান সেবা নিন।
প্রচার সম্পাদক, এম এ সবুর ক্লিন হার্ট। (ক্লিনিং এন্ড পেস্ট কন্ট্রোল সার্ভিস)
উপদেষ্টা, জাহাঙ্গীর আলম লাইফ লাইন ক্লিনিং সার্ভিস।
এই সংগঠনটির সাথে ক্লিন সলিউশন, টপ এন্ড ক্লিন সহ প্রায় ১৮০টিরও বেশি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে, যারা সম্মিলিতভাবে দেশের সার্ভিস সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। সওয়াব-এর এই ধরনের আয়োজন ভবিষ্যতে বাংলাদেশের সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য আরও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button