ধামরাইয়ে ভিপি জমির লিজ মানি পরিশোধ : নতুন নামে লিজের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে ভিপি জমির লিজ মানি নিয়মিত পরিশোধ থাকা সত্বেও ঐ ব্যাক্তি কে বাদ দিয়ে নতুন নামে লিজের অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। অর্থের সুবিধা নিয়ে ধামরাই সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্টিফিকেট পেশকার মো: মঞ্জু আহাম্মেদ নতুন লিজের অনুমোদন প্রক্রিয়াধীন করেছে এসিল্যান্ডকে দিয়ে।
জানাগেছে, ধামরাই উপজেলার সানোড়া মৌজার খতিয়ান নং ৪৬১ দাগ নং ১১১ জমির পরিমাণ ৩০ শতাংশ নাল জমি গত ১১-৩-২৪ তারিখে মো: হোসেন আলী নামে এক কৃষক লিজ নিয়ে জমি চাষাবাদ করে আসছে যার ভিপি কেস নং ১৫৩/৭৯। কৃষক হোসেন আলী ঐ লিজ কৃত জমির লিজ মানি নিয়মিত পরিশোধ করে আসছে। কিন্তু একটি পক্ষের কাছে থেকে দালাল জিহাদের ম্যাধমে মোটা অংকের অর্থের লেনদেনের সুবিধা নিয়ে অত্র অফিসের সার্টিফিকেট পেশকার মোঃ: মঞ্জু আহাম্মেদ নতুন করে লিজ প্রদানের জন্য মরিয়া হয়ে উঠেছে। ধামরাই সহকারী কমিশনার ভূমি অফিসের ভিপি শাখায় চলছে ঘুষ দুর্নীতি, অনিয়ম ও হরিলুটৈর কারখানা। দুর্নীতিবাজ সার্টিফিকেট পেশকার মঞ্জু আহাম্মেদের কাছে অসহায় এসিল্যান্ড সাফফাত আরা সাইদ নিজেই ।
উল্লেখ্য থাকে যে সার্টিফিকেট পেশকার মো: মঞ্জু আহাম্মেদের বিরুদ্ধে জেলা প্রশাসক সহ সরকারী গোয়েন্দা সংস্থা বিভাগে বিভিন্ন অভিযোগ থাকলে ও তার খুঁটির জোরে কোথায় তা এখন ধামরাই বাসীর প্রশ্ন।
এব্যাপারে ধামরাই সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদের সাথে একাধিক বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অভিযোগ উঠেছে যে এসিল্যান্ড সাফফাত আরা সাঈদের মদদে বেপরোয়া হয়ে উঠেছে অত্র অফিসের সার্টিফিকেট পেশকার মন্জু আহাম্মেদ ।
এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহাম্মেদ বের সাথে যোগাযোগ করা হলে পাওয় যায়নি।



