বৈদেশিক মুদ্রা হিসাব ধারীদের জন্য ডেবিট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

অপরাধ বিচিত্রা ডেক্স : ইসলামীব্যাংকবাংলাদেশ পিএলসি বৈদেশিক মুদ্রা হিসাবধারীদেরজন্য মাস্টারকার্ড ব্য্রান্ডেরইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালুকরেছে।এসবকার্ডেরমাধ্যমেইসলামী ব্যাংকের রেসিডেন্টফরেনকারেন্সিডিপোজিট (আরএফসিডি), ফরেনকারেন্সিকারেন্ট (এফসিসি) এবং এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবধারীরা দেশে এবং বিদেশে বৈদেশিক মুদ্রায়লেনদেনকরতেপারবেন।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমরফারুকখাঁন প্রধান অতিথি হিসেবে ৭ আগস্ট ২০২৫, বৃহ¯পতিবারইসলামীব্যাংকটাওয়ারেএ কার্ডসেবারউদ্বোধনকরেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামালউদ্দিনমজুমদার, মাস্টারকার্ডবাংলাদেশেরকান্ট্রি ম্যানেজারসৈয়দ মোহাম্মদকামাল ও ডাইরেক্টর সোহেলআলিম, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুররহমান, মোঃ রফিকুলইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুলআলমআল-মামুনও ড. এম কামালউদ্দীনজসীম। স্বাগত বক্তব্য দেনব্যাংকেরডিজিটালব্যাংকিংউইংপ্রধান মোঃ মোশাররফ হোসেন। এসময়উভয়প্রতিষ্ঠানেরনির্বাহী ওকর্মকর্তাগণউপস্থিত ছিলেন।



