কৃষিবার্তাসংগঠন
আজ রবিবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কৃষক, ক্ষেতমজুর ও আদিবাসী সমাবেশ
আজ রবিবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কৃষক, ক্ষেতমজুর ও আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ উদ্বোধন করবেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড খালেকুজ্জামান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমরেড বজলুর রশীদ ফিরোজ। সভাপতিত্ব করবেন বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস।সমাবেশ সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের বেলা ১.৩০টায় শাপলা চত্বরে জমায়েত হতে আহবান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রিয় নেতারা।