চট্টগ্রাম বিভাগপাঁচমিশালি

১যুগ পূর্তি উপলক্ষে কুমিল্লা সিটি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলা।

৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর হিরাপুরের কুমিল্লা সিটি স্কুলের আয়োজনে সিটি স্কুল প্রাঙ্গণে ১যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা।

অনুষ্ঠানটির প্রথম অধিবেশনে কুমিল্লা সিটি স্কুলের অধ্যাপক এম এম জহিরুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কবি, সম্পাদক স্বপ্নকথা সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অগ্নিকন্যা রোকসানা সুখী। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও স্বপ্নকথা সোসাইটির দপ্তর সম্পাদক নোমান হোসেন মৌলভী।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি অগ্নিকন্যা রোকসানা সুখী বলেন, আজকের এই কচি ও মিষ্টালু মুখগুলো আগামীর ভবিষ্যৎ। মা- বাবা তার অতি আদরের সন্তানকে কথা বলতে শিখায় , চলতে শেখায় , পরিবারের মাঝে অনেক ভালোবাসায় ও যত্নে বড় হয় একেকটি শিশু। কিন্তু ভদ্রতা- নম্রতা-আদব-কায়দা , শালীনতা এবং জাতির মেরুদন্ড হিসেবে সন্তানটিকে গড়ে তোলেন একেকটি শিক্ষা প্রতিষ্ঠান একেকটি শিক্ষক। তাই শিক্ষকদের প্রতি প্রতিটি শিক্ষার্থীর থাকতে হবে নিগূঢ় শ্রদ্ধাবোধ ও অনেক ভালোবাসা।

কুমিল্লা সিটি স্কুলের কুমিল্লা সিটি স্কুলের অধ্যাপক এম এম জহিরুল হক চৌধুরী বলেন অনেক আশা ও ভালোবাসায় আজকের সিটি স্কুল। এই স্কুলের একেকটি শিক্ষার্থী আমাদের একেকটি সন্তান। আমরা যথাসাধ্য পরিমাণ প্রতিটি শিক্ষার্থীকে, শিক্ষার সঠিক নির্যাস দেওয়ার চেষ্টা করব। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ।

শিক্ষক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সঞ্চালিত হয়। অনুষ্ঠানটিতে ৩০০ শিক্ষার্থীর মাঝে কলম বিতরণ করেন স্বপ্নকথা সুসাইটি। সভাপতির বক্তব্য ও কেক কাটা মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button