৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলা : সাবেক মন্ত্রী মুজিবুলের ভাতিজা গ্রেপ্তার
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেন (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। চৌদ্দগ্রাম থানা পুলিশ নিজ বাড়ি থেকে গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ। তোফায়েল বুসয়ারা গ্রামের মৃত আম্বর আলীর ছেলে।তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
ওসি (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ জানান, তোফায়েলের বিরুদ্ধে চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা রয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আরো একটি মামলার এজাহারনামীয় আসামি।মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তোফায়েলকে তার নিজ গ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রাম থেকে থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তোফায়েলকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে জগমোহনপুর এলাকায় আট ঘুমন্ত বাসযাত্রীকে পেট্রলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করা হয়।এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হুকুমদাতার আসামি করে তখন একটি মামলা দায়ের করেন। ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর বাসের মালিক মো. আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে প্রধান আসামি করে ১৯০ জনের বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ নম্বর আমলি আদালতে পৃথক আরো একটি মামলা দায়ের করেন।