অব্যাবস্থাপনা

কদমতলীতে কুড়িয়ে পাওয়া বস্তু বিস্ফোরণে শিশুর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন।

প্রতিবেদক ঢামেকঃ
রাজধানীর কদমতলীর্ শনির আখড়ায় কুড়িয়ে পাওয়া বস্তু বিস্ফোরণে নুর ইসলাম (৮ বছর ) বয়সী, এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়ে দেয়া হয়েছে।

রোববার( ২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শনিরআখড়া জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এ বিস্ফোরণ ঘটনা ঘটে।

শিশুটির বাবা হৃদয় ওরফে টিপু রিকশা চালক,তার মা বিউটি আক্তার বাসা বাসা বাড়িতে জিয়ের কাজ করে। তাদের একমাত্র সন্তান নুর ইসলাম।

শিশুটির মা বিউটি আক্তার জানান, আজ বিকেলে বাসার আশপাশে খেলা করার সময়, শিশুটি ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পারফিউমের বোতলের মত প্লাস্টিকের একটি বস্তু নিয়ে বাসায় আসে। সেটি আমাকে দেখায় এবং বলে, এটির ভিতর পানি দিলে আগুন জ্বলবে। তখন তার মা সেটি দ্রুত ফেলে দিতে বলে। তবে আমার কথা না শুনে সে নিজেই বাথরুমে গিয়ে বস্তুর ভেতর পানি ভরে রুমের সামনে খেলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। দৌড়ে এসে দেখি শিশুটির ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে হাত থেকে। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, শিশুটাকে পঙ্গু হাসপাতালে রেফাট করা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে অবগত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button