এক্সক্লুসিভ

ঢাকায় ডিবি পরিচেয়ে ডাকাতি: যুবলীগ নেতা বেলালসহ গ্রেফতার ১২

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশর (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ভোজ্যতেলের ট্রাক ডাকাতি করা হয়। এ মামলার তদন্তে করতে গিয়ে জানা যায়, একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও একটি তেলের ট্রাক ডাকাতি করা হয়। দুটি ট্রাক থেকে ২২ হাজার লিটার তেল ডাকাতি করা হয়। পরে তদন্তে নেমে মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ট্রাক দুটি। এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১২ জনকে।

মো. মাসুদ আলম জানান, মুন্সীগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় ১৯ হাজার লিটার তেল। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, বেলাল দীর্ঘ দিন ধরেই এ কাজ করে আসছেন। গণ-অভ্যুত্থানে দুটি হত্যা মামলা থাকার পরও এলাকায় থেকেই ডাকাতির কাজ করছিলেন তিনি। সে ঢাকা ছাড়াও বরিশালের সফিপুর ইউনিয়ন যুবলীগেরও যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড মেম্বার।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button