অপরাধরাজনীতি

নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পরে আটক

নরসিংদী শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আবিদ হাসান জজ মিয়া নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে শিবপুরে থানায় আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে পেটানোর দায়ে তাকে আটক করা হয়। স্বেচ্ছাসেবক দলের ওই নেতা উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।

শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামী নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর পেয়ে তাকে ছাড়াতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জজ মিয়া। এসময় থানায় উপস্থিত হয়ে নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চাইলে এসময় কর্তব্যরত সেন্ট্রি সবুজ মিয়া তাকে বাঁধা দেয়। পরে সে ক্ষিপ্ত হয়ে সবুজকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ ঘটনায় মুহূর্তেই উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজত খানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে।

এসময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে জজ মিয়া বলে, এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে, তার কথা শুনতে হবে, তা না হলে এখানে চাকরি করা যাবে না। এক পর্যায়ে নাদিমকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয়। পরে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে ফেলে। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, “থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাঁধা দেয়ার ফলে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে আহত কনস্টেবল সবুজ মিয়া।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button