চট্টগ্রাম পুলিশের অভিযানে পাচ আসামী অস্ত্রসহ গ্রেফতার।

নাছির হাওলাদার চট্টগ্রামঃ
সিএমপি’র কোতোয়ালী থানার পুলিশ পরির্দশক অপরারেশন জনাব মোঃ রোবেল আফ্রাদ সঙ্গীয় অফিসার এসআই মোঃ আজহারুল ইসলাম, এসআই ইমাম হোসেন, এসআই মোঃ মনিরুল, এএসআই শাহিনুর ইসলাম, এএসআই মনির হোসেন, এএসআই আল মামুন ও ফোর্সের সহায়তায় ইং ১০/০২/২৫ তারিখে রাত ঘটিকার সময় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিআরবি ফ্যন্সিস রোডস্থ বাচ্চু বাংলো পাহাড়ের পাদদেশ এর পশ্চিম পাশে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পিছনে অভিযান পরিচালনা করে কতিপয় ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে আসামী মোঃ আকবর হোসেন ইমাম হোসেন ইব্রাহীম মোঃ বেলাল মোঃ রুবেল মোঃ আলমগীর হোসেন কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজতে ডাকাতির কাজে ব্যবহৃত ক এক টি কাঠের বাটযুক্ত এলজি, ছয় টি কার্তুজ দুইটি স্টিলের তৈরী টিপ ছোরা, ঘ এক টি প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের তৈরী চাপাতি উদ্ধারপূর্বক জব্দ করেন। উক্ত আসামীরা অজ্ঞাতনামা সহযোগী আসামীসহ কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল। ধৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত এবং ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য। এরই প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানা।