ভৌগলিকরাজনীতি

ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য

অনলাইন অ্যাকটিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ায় কয়েকজনের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে। পিনাকী ভট্টাচার্য নিজেই এ মামলা করেছেন।

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মামলার বিষয়টি জানিয়েছেন তিনি। পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং আমাকে হেনস্তা করার প্রকাশ্য ঘোষণা যারা দিয়েছেন, তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজকে মামলা করা হয়েছে।

বাংলাদেশেও আলাদা মামলা করা হয়েছে। আমার বগুড়ার বাসার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে গতকাল আমার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তবে এভাবে পাহারা দেওয়ার দরকার নাই।

আমি আশা করি, বাসায় কেউ আসবে না হামলা করতে। তাও বেকুব কিসিমের কিছু লোকজন তো থাকতেই পারে। চিন্তা করবেন না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে।

আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনা আমলেও যেই শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল শোক পালনের জন্য, সেই শহরে হাসিনার জামানা শেষ হওয়ার পরে আওয়ামী লীগাররা শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে- এইটা প্রায় অসম্ভব একটা ঘটনা। আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের দোয়াই যথেষ্ট। ফি আমানিল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button