পটুয়াখালী বাউফল: আলম হাওলাদারের পরিবারের বিরুদ্ধে প্রাণনাশী হুমকি, থানায় অভিযোগ

নাছির হাওলাদারঃ
পটুয়াখালী বাউফল উপজেলার পশ্চিম কেশবপুর ইউনিয়নের মোহাম্মদ হাওলাদারের ছেলে আলম হাওলাদার দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে বসবাস করে আসছিলেন। তাঁর চাচাতো ভাই রফিক হাওলাদারের সাথে যৌথভাবে একটি বিল্ডিং নির্মাণ করে সেখানে বসবাস করেন। তবে, হঠাৎ করে রফিক হাওলাদার কিছু কুচক্রী মহলের সহায়তায় আলম হাওলাদারকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা শুরু করেন।
এছাড়া, রফিক হাওলাদার একটি মিথ্যা মামলা দায়ের করে আলম হাওলাদারের পরিবারকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেন। এই মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে, তবে আদালত চলমান থাকা অবস্থায় আলম হাওলাদারের পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে আলম হাওলাদার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর, রফিক হাওলাদার ও তার সহায়ক মহল আলম হাওলাদারের স্ত্রী এবং সন্তানদের হুমকি দিয়ে বলছে, তারা বাড়ি ছেড়ে চলে না গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আলম হাওলাদারের মেজো ছেলে নাসির হাওলাদার ১৪ ফেব্রুয়ারি বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বর্তমানে বাউফল থানার এস আই লিটন সাহেবের কাছে আছে এবং তদন্ত চলছে।
এখন এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, যাতে আলম হাওলাদারের পরিবার নিরাপত্তা পায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।