অপরাধআইন, ও বিচারএক্সক্লুসিভজাতীয়দেশবাংলাদেশবিভাগ

মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তের আগুন, ‘আতঙ্কিত’ হয়ে স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুন দেখে ‘আতঙ্কিত’ হয়ে স্ট্রোক করে মারা গেছেন শাহজাহানের স্ত্রী আকলিমা বেগম (৬৭)।বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন দেওয়া হয়।

এ সময় স্ট্রোক করলে তার স্ত্রী আকলিমা বেগমকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া। তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে আগুন দেয়।

তবে তারা কারা রাতের আঁধারে সেটি নিশ্চিত হতে পারিনি আমরা।’ আরকান মিয়া বলেন, ‘বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়ি হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে। ৫ আগস্টের পরও বাড়িতে আগুন ও লুটপাট চালানো হয়। ভাইয়ের নামে কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। বুধবার রাত সাড়ে ৯টার দিকে একদল লোক আবারও তার বাড়িতে আগুন দেয়। তবে কাউকে চিনতে পারিনি আমরা। এতে ভয় পেয়ে ভাবি আকলিমা বেগম স্ট্রোক করেন।

তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’ বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ‘ওই মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি আজ সকালে শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত অভিযোগ করেননি মুক্তিযোদ্ধার স্বজনরা। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button