অপরাধ

ফটিকছড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পায়তারা

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের ফটিকছড়ি পাইনদং ইউনিয়ন হাইদ চোকিয়া মৌজার আওতাধীন ফটিকছড়ি পেলা গাজির দিঘী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর দিয়ে একটি জমি ‘জোরপূর্বক’ দখল নেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে।

এমনকি জমির মালিকপক্ষকে নানাভাবে হুমকিও দিচ্ছে তারা। এতে করে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দেন জমির প্রকৃত মালিক ভুক্তভোগী ইলিয়াস চৌধুরী গং।

স্হানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন হাইদচকিয়া মৌজার আর এস ৬৬১ খতিয়ানের আর এস ৩৪৭৮ নং দাগের সামিল বি.এস ৩৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুইটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। 

কিন্তু সম্প্রতি জনৈক মোঃ ইমরান গাং ওই জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলে নেওয়ার বিভিন্ন কাজ শুরু করেন। এ লক্ষ্যে মো. ইমরান ও মিনহাজ উদ্দিন রুবেল এর নেতৃত্বে প্রায় (১০-১২) জন লোক ওই জমিতে জোরপূর্বক বেআইনী অনুপ্রবেশ করে জমি দখলে নেওয়ার পায়তারা করেন। পরবর্তীতে মৌরশিসূত্রে জমির মালিক ইলিয়াছ গং স্হানীয় সূত্রে বিষয়টি জানতে পেরে নাসিমুল রিয়াজ রাকিব ও তৎসঙ্গীয় স্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয়ে বাঁধা প্রদান করেন ও ফটিকছড়ি থানা পুলিশকে অবহিত করেন। এসময় ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইমরান ও তার অনুসারীরা। 

এদিকে– জমি দখল বা কোনো প্রকার স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা চেয়ে মৌরশিসূত্রে এই জমির মালিক ইলিয়াস চৌধুরী গং বাদী হয়ে মো: ইমরান গং এর বিরুদ্ধে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও ১ম যুগ্ম জেলা জজ আদালত, চট্টগ্রামে এলএসটি (৪৬/২০২৩) নং মামলা দায়ের করেন ও পাশাপাশি বিজ্ঞ ২য় যুগ্ম জেলা জজ আদালত- চট্টগ্রাম বিভাগে (২০৯/২৪) নং মোকদ্দমা দায়ের করেন। 

জমি দখল বা কোনো প্রকার স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন মৌরশিসূত্রে এই জমির মালিক ইলিয়াস চৌধুরী গং। বিজ্ঞ আদালত আবেদনটি আমলে নিয়ে গত ১২/৩/২০২৫ তারিখে আদেশ প্রদান করেন। আদেশে জমির শ্রেণি পরিবর্তনসহ কোনোভাবে দখল না করার অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়াও বিরোধীয় জমিতে বাদী-বিবাদীকে স্ব-স্ব ভোগদখলে থাকা এবং আদালত কতৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখারও নির্দেশনাও দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button